আসসালামু আলাইকুম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। বন্ধুরা আমি আপনাদেরকে আজকের ব্লগে দেখাবো কিভাবে খুব সহজে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তার আগে বলে নিতে চাই আপনি যদি আমাদের ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে ফলো করতে ভূলবেন না। আর যদি অলরেডি ফলো করে থাকেন অসংখ্য ধন্যবাদ।
জিমেইল প্রোফাইলের ছবি পরিবর্তন করতে নিচের ধাপটি অনুসরন করুনঃ
০১. প্রথমে যে কোন একটা ওয়েব ব্রাউজার ওপেন করে জিমেইল লগইন করে নিতে হবে।
০২. উপরে ডান কোনায় প্রোফইল আইকনে (M) ক্লি করতে হবে।
০৩. manage your google account এ ক্লিক করতে হবে।
০৪. উপরে বাম কোনায় personal info তে ক্লিক করতে হবে।
০৫. photo উপরে ক্লিক করতে হবে।
০৬. add profile picture এর উপর ক্লিক করতে হবে।
০৭. from computer এ ক্লিক করতে হবে।
০৮. upload from computer এ ক্লিক করতে হবে।
০৯. নির্ধারিত জায়গা থেকে ছবি সিলেক্ট করতে হবে।
১০. save as profile picture এ ক্লিক করতে হবে।
১১. got it এ ক্লিক করতে হবে।
১২. জিমেইল অ্যাকাউন্টে সম্পূর্নভাবে ছবি যুক্ত হয়ে গেছে।
0 Comments