Google Ads

header ads

Google Ads

header ads

কিভাবে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় | Create Facebook Account

Create Facebook Account

আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক বিশ্বের অন্যতম স্যোসাল মিডিয়া প্লাটফর্ম। আর বর্তমান যুগে কম লোকেই আছেন যাদের একটি করে ফেসবুক অ্যাকাউন্ট নেই। আপনি লক্ষ করলে দেখবে পঁনেরো বছর থেকে শুরু করে পয়ষট্টি প্লাস বয়সেরও কিন্তু একটি করে ফেসবিুক অ্যাকাউন্ট থাকে। আবার অনেকের তো দুইাটর বেশি অ্যাকাউন্ট থাকে। তার মাঝে যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা আয় করার সুযোগ থাকে তাহলে তো কথায় নেই।

বন্ধুরা আমি আপনাদেরকে আজকের ব্লগে দেখাবো কিভাবে খুব সহজে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। তার আগে বলে নিতে চাই আপনি যদি আমাদের ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে ফলো করতে ভূলবেন না। আর যদি অলরেডি ফলো করে থাকেন অসংখ্য ধন্যবাদ।

ফেসবুক অ্যাকাউন্ট খুল নিচের ধাপটি অনুসরন করুনঃ


০১. প্রথমে যে কোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে।
Web Browser

০২. সার্চ বক্সে লিখতে হবে facebook.com
Google Search

০৩. create account এ ক্লিক করতে হবে।
Create Account

০৪. প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর sign uo এ ক্লিক করতে হবে।
Sign Up

০৫. ইমেইলে যাওয়া পাঁচ সংখ্যার কোড দিয়ে continue এ ক্লিক করতে হবে।
Enter The Code From Your Mobile

০৬. অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য ok এ ক্লিক করতে হবে।
Account Confirmed

০৭. আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সম্পূর্ন ভাবে খোলা হয়ে গেছে।
Facebook Account

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন


বন্ধুরা আশা করি এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলোম যে কিভাবে খুব সহজে একাট ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। আপনাদের কোন মূল্যবান প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে করতে পারেন। উওর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই ব্লগটি ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন যাতে নতুন ব্লগ দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান।

Post a Comment

0 Comments