আসসালামু আলাইকুম। টুইটার অ্যাকাউন্ট।বন্ধুরা সামজিক যোগাযোগ মাধ্যম ও মাক্রোব্লগিং সাইট টুইটার। বিশ্বের বড় বড় সেলিব্রেটি ও ব্যাবসা প্রতিষ্টানসহ এটি ব্যাবহার করে থাকেন অনেকে। ব্যাক্তিগত বার্তা ও তথ্য জানাতে মাধ্যমটির ওপর ানর্ভরতা বাড়ছে। বর্তমানে টুইটারের দিকে ঝুকছে সবাইতেবে আপনি কেন পিছিয়ে থাকবেন।
বন্ধুরা আমি আপনাদেরকে আজকের ব্লগে দেখাবো কিভাবে খুব সহজে একটি টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়। তার আগে বলে নিতে চাই আপনি যদি আমাদের ব্লগে নতুন হয়ে থাকেন ফলো করতে ভুলবেন না। আর যদি অলরেডি ফলো করে থাকেন অসংখ্যা ধন্যবাদ।
টুইটার অ্যাকাউন্ট খুলতে নিচের ধাপটি অনুসরন করুনঃ
০১. প্রথমে যে কোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিকত হবে।
০২. সার্চ বক্সে লিখতে হবে twitter.com
০৩. create account এ ক্লিক করতে হবে।
০৪. প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর next এ ক্লিক করতে হবে।
০৫. আপনার অভিঙ্গতা কাস্টমাইজ করে next এ ক্লিক করুন।
০৬. আপনার দেওয়া তথ্য গুলো সঠিক হলে sign up এ ক্লিক করুন।
০৭. আপনার অ্যাকাউন্ট প্রমানীকরনের জন্যে Authenticate এ ক্লিক করুন।
০৮. প্রথম ছবি যে দিক নির্দেশ করে দ্বিতীয় ছবিকে সেই দিক ঘুরান তারপর submit এ ক্লিক করুন।
০৯. ব্যাবহারিত ইমেইলে যাওয়া ছয়টি কোড দিয়ে Next এ ক্লিক করুন।
১০. আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে next এ ক্লিক করুন।
১১. আপনার টুইটার অ্যাকাউন্টটি সমপূর্নভাবে খোলা হয়ে গেছে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বন্ধুরা আশা করি এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলোম যে কিভাবে খুব সহজে একটি টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়। আপনাদের কোন মূল্যবান প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে করতে পারেন। উওর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই ব্লগটি ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন যাতে নতুন ব্লগ দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান।
0 Comments