আসসালামু আলাইকুম। জিমেইল অ্যাকাউন্ট। বন্ধুরা জিমেইল অ্যাকাউন্ট হয়তো অনেকের কাছে সাধারন এবং মূল্যহীন একটা অ্যাকাউন্ট আবার অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ন একটা অ্যাকাউন্ট। বিশেষ করে আমরা যারা ইউটিউবার আছি তাদের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ন একটা অ্যাকাউন্ট। কারন আমাদের ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে আমাদের গুগল আডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা অথবা অনলাইনে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করার সময় জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে।
বন্ধুরা আমি আপনাদেরকে আজকের ব্লগে দেখাবো কিভাবে খুব সহজে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তার আগে বলে নিতে চাই আপনি যদি আমাদের ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে ফলো করতে ভূলবেন না। আর যদি অলরেডি ফলো করে থাকেন অসংখ্য ধন্যবাদ।
জিমেইল অ্যাকাউন্ট খুলতে নিচের ধাপটি অনুসরন করুনঃ
০১. প্রথমে যে কোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে।
০২. সার্চ বক্সে লিখতে হবে gmail.com.
০৩. create Account এ ক্লিক করতে হবে।
০৪. নিজের জন্য হলে for my self এ ক্লিক করতে হবে। (নিজের সন্তানের জন্য হলে for my child এ ক্লিক করতে হবে। নিজের ব্যাবসার জন্য হলে to manage my business এ ক্লিক করতে হবে।)
০৫. প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর next এ ক্লিক করতে হবে।
০৬. ব্যাবহারিত মেবাইল নাম্বর দিয়ে next এ ক্লিক করতে হবে।
০৭. নাম্বরে যাওয়া ছয় সংখ্যার কোড দিয়ে verify তে ক্লিক করতে হবে।
০৮. প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর next এ ক্লিক করতে হবে।
০৯. সকল কিছু সঠিক হলে yes, im in এ ক্লিক করতে হবে।
১০. গুগলের সকল নির্দেশনা পড়ার পর i agree তে ক্লিক করতে হবে।
১১. আপনার জিমেইল অ্যাকাউন্ট সমপূর্নভাবে খোলা হয়ে গেছে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বন্ধুরা আশা করি এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলোম যে কিভাবে খুব সহজে একাট জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। আপনাদের কোন মূল্যবান প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে করতে পারেন। উওর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই ব্লগটি ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন যাতে নতুন ব্লগ দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান।
0 Comments