Google Ads

header ads

Google Ads

header ads

কিভাবে ফেসবুকের প্রোফাইল এবং কভার ফটো পরিবর্তন করবেন | Change Facebook Profile & Cover Photo


আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাকাউন্ট। বন্ধুরা আমি আপনাদেরকে আজকের ব্লগে দেখাবো কিভাবে খুব সহজে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তার আগে বলে নিতে চাই আপনি যদি আমাদের ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে ফলো করতে ভূলবেন না। আর যদি অলরেডি ফলো করে থাকেন অসংখ্য ধন্যবাদ।

ফেসবুকের প্রোফাইল এবং কাভারফটো পরিবর্তন করতে নিচের ধাপটি অনুসরন করুনঃ


০১. প্রথমে যে কোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করে নিতে হবে।

০২. ডান কোনায় প্রোফাইল আইকনে ক্লিক করুন।

০৩. (Md. Rubel) নামের উপর ক্লিক করতে হবে।

০৪. ক্যামেরা আইকনের উপর ক্লিক করতে হবে।

০৫. + upload photo এ ক্লিক করতে হবে।

০৬. নির্ধারিত জায়গা থেকে ছবি সিলেক্ট করতে হবে।

০৭. save এ ক্লিক করতে হবে।

০৮. add cover photo তে ক্লিক করতে হবে।

০৯. upload photo তে ক্লিক করতে হবে।

১০. নির্ধারিত জায়গা থেকে ছবি সিলেক্ট করতে হবে।

১১. save changes এ ক্লিক করতে হবে।

১২. আপনার ফেসবুকের প্রোফাইল এবং কভার ফটো সম্পূর্নভাবে যুক্ত হয়ে গেছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন


বন্ধুরা আশা করি এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলোম যে কিভাবে খুব সহজে একাট ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল এবং কাভার ছবি পরিবর্তন করতে হয়। আপনাদের কোন মূল্যবান প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে করতে পারেন। উওর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই ব্লগটি ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন যাতে নতুন ব্লগ দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান।

Post a Comment

0 Comments